শ্যামল রায়,পূর্বস্থলীঃ
শনিবার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে তাঁত শিল্পীদের মধ্যে তাঁত সরঞ্জাম বিতরণ করা হলো। তাঁত সরঞ্জাম তুলে দেন পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দিলীপ মল্লিক।উপস্থিত ছিলেন অন্যান্য জন প্রতিনিধিসহ ওই বিভাগের কর্মরত আধিকারিকরা।
দিলীপ মল্লিক প্রাপকদের হাতে তাঁত সরঞ্জাম তুলে দিয়ে জানিয়েছেন যে পুজোর মুখে তাঁতবিহীন তাঁত শিল্পীদের হাতে এই তাঁত সরঞ্জাম তুলে দিয়ে তাদের সংসারে হাসি ফোটানোর একটা উদ্যোগ গ্রহণ করা হলো।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাঁতি সাথী প্রকল্পে এই তাঁত সরঞ্জাম বিতরণের কাজ চলছে।ইতিমধ্যে কয়েক হাজার তাঁত শিল্পীদের হাতে এই তাঁত সরঞ্জাম তুলে দিয়ে স্বাবলম্বী করে গড়ার কাজ চলছে।এমনকি রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথের উদ্যোগে পুজোর আগে তাদের তৈরি তাঁত শাড়ি যাতে বিক্রি হয় তার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।তন্তুজের মধ্যে দিয়ে এই সকল তাঁতিদের উৎপাদিত বস্ত্র বিক্রি করে অর্থ উপার্জনের একটা পথ বলে মনে করছেন তিনি।কারণ কালনা কাটোয়া মহকুমা জুড়ে অধিকাংশই এই তাঁত শিল্পের উপর নির্ভরশীল।তাঁত বুনে অধিকাংশ মানুষ জীবিকা অর্জন করেন। অর্থাৎ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কয়েক লক্ষ মানুষ এই তাঁত শিল্পের সাথে জড়িত।
সমুদ্রগড় তাঁত হাটে তাঁতিদের উৎপাদিত বস্ত্র বিক্রি ব্যবস্থা হয়েছে।এছাড়াও শ্রীরামপুর গ্রামে একটি আরবান হাট তৈরীর কাজ চলছে জোরকদমে।এই হাটটিতে তাঁত শিল্পীদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক।তাই প্রতিনিয়ত গরীব তাঁত শিল্পীদের মধ্যে সরকারি প্রকল্পে তৈরি তাঁত সরঞ্জাম বিতরণ কাজ অব্যাহত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584