অর্থনৈতিকভাবে পশ্চাৎ পদ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক প্রদান

0
105

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা ধর্মা পান্থপাদপ সোসাইটির উদ্যোগে বিগত বছর গুলির মতো এবারও একাদশ শ্রেণীর দুঃস্থ-মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পাঠ‍্যপুস্তক তুলে দেওয়া হলো। রবিবার মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিশ্বশুক আশ্রম ক‍্যাম্পাসে অনুষ্ঠিত এক ঘরোয়া সভায় ছাত্র ছাত্রীদের হাতে পাঠ‍্যপুস্তক তুলে দেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়ার পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুশান্ত কুমার ঘোষ। সভা সঞ্চালনার পাশাপাশি অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান সংস্থার সম্পাদক সুব্রত দত্ত।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা বিশ্বশুক আশ্রমের পক্ষে কানাই মহারাজ, বিশ্বশুকের প্রধান শিক্ষক নিতাই মানা, বাসুদেব ব্রহ্মচারী, সংস্থার পক্ষে দেবাশীষ ভট্টাচার্য্য, দেবব্রত দত্ত,সুদীপ কুমার খাঁড়া,অনুশ্রী শাসমল,সরোজ মান্না, শুভাশীষ শাসমল, মুস্তাক আলি, মলয় সেনাপতি দিব‍্যেন্দু সাহা, সুমন পড়‍্যা প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এদিন মোট ১৮ জন ছাত্রছাত্রীর হাতে পাঠ‍্যপুস্তক তুলে দেওয়া হয়। ইতিমধ‍্য সংস্থার তরফে মাস দুয়েক আগে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে পাঠ‍্যপুস্তক তুলে দেওয়া হয়েছে।বই পেয়ে খুশি সহেলী শেঠ, সাজিদা খাতুন, শুভজিৎ মেইকাপ, সাজেদুল ইসলাম, পিংকি মাইতির মতো ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের আগামী দিনে চলার পথে কী করণীয় সে বিষয়ে পরামর্শ দেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে দুই খুদে পড়ুয়া শ্রেয়সী ঘোষ ও অন্বয় শাসমল। সংস্থা সূত্রে জানা গেছে একাদশ শ্রেণীর দুঃস্থ-মেধাবী ছাত্র- ছাত্রীদের দ্বিতীয় পর্বের পুস্তক প্রদান কর্মসূচী আগামী কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here