শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
শনিবার ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘের ইস্টার্ন জোন ও মালদা ডিভিশন-এর উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বড়াইল উপজাতি কল্যান সংঘ অনাথ আশ্রমে শীতবস্ত্র বিতরণ ও দুপুরে খাওয়ার আয়োজন করা হয়।
এইদিন আশ্রমের মোট ২২ জন অনূর্ধ্ব ১০ বছরের বাচ্চাদের ভারতীয় রেলওয়ে শ্রমিক সংঘের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিলি করা হয়। এছাড়া অনাথ আশ্রমের শিশুদেরকে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও আশ্রমের এই অনাথ শিশুদের উন্নতিকল্পে ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ যথাসাধ্য সাহায্য করবে।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে জোনের প্রেসিডেন্ট অভিষেক ভার্মা, ইস্টার্ন রেলওয়ে শ্রমিক সংগঠনের সেক্রেটারি অরিন্দম তালুকদার, মালদা ডিভিশন প্রেসিডেন্ট এ কে গুড্ডু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584