নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ


রাজ্য সরকারের মৎস দফতরের পক্ষ থেকে জল ধরো জল ভরো প্রকল্পে আজ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে ৪১ জনকে মাছের চারাপোনা বিলি করা হল।আজ মাদারিহাট ব্লক অফিসে চারাপোনা বিলি করা হয়। মাদারিহাট যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব তরফদার, জানান যে মোট ৪১ জনকে মোট ২৮৪৫৫ মাছটা ও চুন দেওয়া হচ্ছে ১১ হাজার ৩৮ কেজি ব্লকের মাদারিহাট, রাঙালিবাজলা, খয়েরবাড়ি এলাকার বাসিন্দাদের আজ প্রদান করা হয়।এই বিষয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের মৎস সম্প্রসারণ আধিকারিক বীপুল মজুমদার জানান, যে একশো দিনের কাজের মাধ্যমে এর আগে ব্লকের ৪১ জনের জমিতে পুকুর খনন করা হয়েছিল তাদের আজ রুই,কাতল, মৃগেলের চারাপোনা বন্টন করা হল এবং পরে মাছে খাদ্যও প্রদান করা হবে বলে জানান।

আরও পড়ুন: বাগানে তালা,কর্মহীন হাজার খানেক চা শ্রমিক
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584