নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দুঃস্থ বাসিন্দাদের পাশে এসে দাঁড়ালেন রায়গঞ্জের পুর কাউন্সিলর অভিজিৎ সাহা। রবিবার নিজের ওয়ার্ডের প্রায় চারশো জন দুঃস্থ গরীব বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। কাউন্সিলরের সম্পুর্ণ নিজের উদ্দ্যোগ ও প্রচেষ্টায় চাল, আলু, সয়াবিন, মুসুর ডালের পাশাপাশি মাস্ক ও সাবানও বিতরন করা হয়।

কেবল শহরেই নয়, প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতেও সাধারণ মানুষের খাদ্য সংকটের মোকাবিলায় পাশে এসে দাঁড়িয়েছেন গ্রামের সমাজকর্মীরাও। ইসলামপুর ব্লকের পাটাগোড়া এলাকার পারফেক্ট রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। সংগঠনের সভাপতি মহম্মদ ইলিয়াস জানান, তারা এই ব্লকের একাধিক পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বহু সদস্যদের হাতে চাল, ডাল, তেল ও পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।

আরও পড়ুনঃ রবিবারের মধ্যাহ্নে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন রাফিকা সুলতানা
অন্যদিকে, লকডাউনের মুহূর্তে গ্রাম পঞ্চায়েত সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হলো দুঃস্থদের মধ্যে। রবিবার গোয়ালপোখর দুই ব্লকের পান্জিপারা গ্রাম পঞ্চায়েতের যৌনপল্লী ও বাজার সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584