শ্যামল রায়,পূর্বস্থলীঃ
মঙ্গলবার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে তাঁতবিহীন তাঁতপ শিল্পীদের মধ্যে তাঁত সরঞ্জাম বিতরণ করা হয়েছে।এই
সরঞ্জাম তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক।উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন চট্টোপাধ্যায় যুগ্ম আধিকারিক দুর্গা প্রসাদ ঘোষ,বস্ত্র ক্ষুদ্র উদ্যোগের আধিকারিক বিশ্বজিৎ রায়সহ অনেকে।দিলীপ মল্লিক জানিয়েছেন যে কালনা মহকুমা জুড়ে লক্ষাধিক তাঁত শিল্পীদের বসবাস।

বাম আমলে ধুঁকতে থাকা এই শিল্পকে বাঁচাতে রাজ্যের অন্যতম মন্ত্রী ও এলাকার বিধায়ক স্বপন দেবনাথ এই শিল্পকে বর্তমানে অনেকটাই লভ্যাংশের দিকে এগিয়ে নিয়ে গেছেন।তন্তুজ ও আজ লভ্যাংশের মুখ দেখেছে।বর্তমানে শিল্পীদের পুনরুজ্জীবিত করতে এবং স্বাবলম্বী করতে সরকারি তাঁতিসাথী প্রকল্পের মধ্যে দিয়ে তাঁত শিল্পীদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগ বর্তমানে চলছে।

তাঁত বিহীন শিল্পীরা যাতে নিজেরা আর্থিক উপার্জনে সক্ষম হয়েছেন।পুজোর মুখে তাঁত সরঞ্জাম পেয়ে অনেক তাঁতি অনেকটাই আর্থিক দিক দিয়ে সফলতা পাবেন এবং পুজোয় আনন্দ উপভোগ করতে পারবেন।ইতিমধ্যে পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির এলাকায় বিভিন্ন পঞ্চায়েতে কয়েক হাজার তাঁত সরঞ্জাম বিতরণ করা হয়েছে বলে ব্লক সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584