শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল।জেলা সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্যোপাধ্যায়।এদিন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে নেতাজি সুভাষ চন্দ্র বোস প্রসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।
নরেন চট্যোপাধ্যায় অভিযোগ করে বলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম রেখেছিলেন শহীদ ও স্বরাজ কিন্তু বিজেপি সরকার এসে নেতাজির দেওয়া নাম পরিবর্তন করে সাভারকার রেখেছে।তিনি এও বলেন যারা সুভাষ চন্দ্র বসুকে অবমাননা করে তাদের কোন অধিকার নেই সুভাষ চন্দ্র বসু-র গলায় মালা দেওয়ার।বিজেপির বিরুদ্ধে তোপ দেগে নরেন চট্যোপাধ্যায় বলেন বিজেপি সরকার ক্ষমতায় এসে প্ল্যানিং কমিশন বাতিল করেছে।সারা ভারত ফরওয়ার্ড ব্লক আগামীতে বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে যাবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরের জবাবে সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর রাজ্য সভাপতি নরেন চট্যোপাধ্যায় বলেন সারা দেশে বাম সঙ্গতি কমিটি সুভাষ চন্দ্র বসু গড়েছিলেন।
তিনি বলেন সারা দেশের বাম ঐক্যের প্রতীক সুভাষচন্দ্র।সেই সুভাষচন্দ্রের দল কিভাবে বাম ঐক্য ছেড়ে যাবে,সেটা হতে পারে না বলে সাংবাদিকদের এদিন জানান তিনি।
আরও পড়ুনঃ ব্রিগেড সমাবেশ উপলক্ষে দেওয়াল লিখনে গৌতম দেব
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584