মেদিনীপুরে গণিত বিষয়ক জাতীয় স্তরের কর্মশালা

0
71

সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রুসা প্রজেক্টের অন্তর্ভুক্ত গণিত শিক্ষা নিয়ে দু-দিনের জাতীয় স্তরের কর্মশালা অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজর নেতাজী শতবার্ষিকী ভবনের সেমিনার হলে। মেদিনীপুর কলেজের (স্বশাসিত) গণিত বিভাগের ব‍্যবস্থাপনায় আয়োজিত এই “টিচার্স এনরিচমেন্ট ন‍্যাশানাল লেভেল ওয়ার্কশপ”-এ বিভিন্ন কলেজের গণিতের অধ্যাপক-অধ‍্যাপিকা, গবেষক ও ছাত্র-ছাত্রী মিলিয়ে পঞ্চাশ জন প্রতিনিধি যোগ দেন। ‘ম‍্যাথামেটিক্স এন্ড ইটস্ রিসেন্ট অ‍্যাডভান্সমেন্ট’ এই শিরোনামে আয়োজিত কর্মশালায় প্রথম দিন মঙ্গলবার আলোচনায় অংশ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কল্লোল পাল ও বিদ‍্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মধুমঙ্গল পাল।

নিজস্ব চিত্র

দ্বিতীয় দিনে এই কর্মশালায় বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ‍্যাপক গোপালচন্দ্র শীট ও ওড়িশার রেভেনশাঁ বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপিকা সুবর্ণা ভট্টাচার্য্য।উল্লেখ্য দুদিনের এই কর্মশালায় কলেজের গণিত বিভাগের অধ্যাপক অধ‍্যাপিকারা যেমন উপস্থিত ছিলেন তেমনি বিভিন্ন সময়ে উপস্থিত থেকে কর্মশালাকে উৎসাহিত করেছেন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা, রাষ্ট্রবিজ্ঞানের বর্ষীয়ান অধ্যাপক সুধীন্দ্রনাথ বাগসহ অন‍্যান‍্যরা। আয়োজকদের পক্ষে মেদিনীপুর কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রসূন কুমার নায়ক জানান,অল্প সময় হাতে নিয়ে এই কর্মশালার আয়োজন তাঁরা করলেও,যেভাবে সাড়া পেয়েছেন তাতে তাঁরা অভিভূত।এই কর্মশালা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য প্রসূনবাবু কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা মহাশয়কে যেমন ধন্যবাদ জানিয়েছেন তেমনি ধন্যবাদ জানিয়েছেন গণিত বিভাগের সমস্ত অধ‍্যাপক-অধ‍্যাপিকা ও ছাত্র-ছাত্রীদের।

আরও পড়ুনঃ গণতন্ত্র বাঁচানোর রথযাত্রার প্রস্তুতি সভায় সিপিএম থেকে বিজেপিতে যোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here