জেলা শাসকের সহযোগিতায় খাদ্যসামগ্রী প্রদান কেশিয়াড়ীতে

0
24

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের সহযোগিতায় খাদ্যসামগ্রী প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল কেশিয়াড়ীতে।

food distribution | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার কেশিয়াড়ী ব্লকের সাঁতরাপুর ৩ নং অঞ্চলের সাঁতরাপুর পশ্চিম বুথ এলাকার বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের ১২০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডির উপস্থিতিতে এদিন সাঁতরাপুর পশ্চিম বুথের পাশাপাশি ব্লকের ৪ নং অঞ্চলের রেলাগেড়িয়া ও ২ নং অঞ্চলের শিমূলডাঙা এলাকায় দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

district administraton | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মঙ্গল কামনায় সতীপীঠে পুজো দিলেন পুলিশ সুপার

চাল, ডাল, আলু, বিস্কুট সহ নানান খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এদিন। লকডাউন পরিস্থিতিতে এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়াতে সহযোগিতা করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি।

লকডাউন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় মানুষকে সহযোগিতা করতে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে খাদ্য সামগ্রীর পাশাপাশি মাস্ক তুলে দিয়ে করোনা বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here