তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরিকে কেন্দ্রের বিজেপির মন্ত্রিসভায় যাতে স্থান পায় তার জন্য উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপিতে সুপারিশ করা হল বলে জেলা বিজেপির সভাপতি নির্মল কুমার দাম জানালেন।
নির্মল বাবু,জানান উত্তরবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করতে দেবশ্রী চৌধুরীর মত একজন ডাকাবুকা সাংসদকে মন্ত্রী করা হলে উত্তর দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব হবে বলে জানান নির্মল বাবু জানান।
নির্মল বাবু জানান,তাদের প্রার্থী দেবশ্রী চৌধুরী তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল চৌধুরীকে ৬০,৬৫৫টি ভোটে পরাজিত করে বলে জানা যায়।জানা যায় দেবশ্রী চৌধুরী মোট ভোট পায় ৫,০৭,৮২২টি।অপর দিকে কানাইয়ালাল আগরওয়াল।ভোট পান ৪,৪৭,১৬৭ টি।
খবর নিয়ে,জানা যায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ইসলামপুর,চাকুলিয়া, গোযালপুখরে ভোটে তৃণমূলের কানাইয়ালালের কাছে পরাজিত হলেও করন দিঘিতে লিড পেয়েছেন ১৫,৩৪৯,হেমতাবাদে লিড পেয়েছেন ৬,৩৮২টি,কালিয়াগঞ্জে ৫৬,৭৬২টি এবং রায়গঞ্জ থেকে ৪২,২০২টি ভোট লিড পাওয়ায় দেবশ্রী চৌধুরীর জয় নিশ্চিত হতে পেরেছে বলে যানা যায়।
আরও পড়ুনঃ ফ্রেমটা পাল্টেছে মালটা একই আছে,চায়ের আড্ডায় দিলীপের মত
বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলা শাসকের দপ্তরে উত্তর দিনাজপুর জেলার রিটার্নিং অফিসার তথা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বিজেপির জয়ী রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী দেবশ্রী চৌধুরীর হাতে জয়ের সার্টিফিকেট তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584