রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

পঞ্চায়েত ভোটে মৃত তপন মন্ডলের পরিবারের লোকদের সাথে দেখা করে অভয় দান করে আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার কথা বললেন জেলা পুলিশ সুপার।একই সাথে তপন হত্যা কান্ডের তদন্তের গতি প্রকৃতি সম্পর্কেও ওয়াকিবহাল করলেন আত্মীয়দের।

বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙ্গা বিধানসভা এলাকায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয় সোমবার।আজ সেই রুট মার্চ দ্বিতীয় দিনের শুরুতেই আজ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রথমেই পৌঁছায় বিগত পঞ্চায়েত ভোটে হিংসার বলি তপন মন্ডলের বাড়িতে।
আরও পড়ুনঃ কান্দীতে দুষ্কৃতীদের ছোঁড়া বোমা-গুলিতে নিহত তৃণমূল কর্মী

এদিন দুপুর ২টা নাগাদ বেলডাঙা ১ ব্লকের স্পর্শকাতর এলাকাগুলোতে রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনী।উল্লেখ্য,গতবছর ১৪ মে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসার বলি হয় সাধারন ভোটার তপন। ভোট নিয়ে তখন থেকেই ছিল এলাকার মধ্যে চাপা ভয়।সেই ভয় দূর করতে রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর এই অভিযান।
জেলা পুলিশ সুপার সহ এই রুট মার্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অনিশ সরকার, বেলাডাঙ্গা ১ ব্লক নির্বাচন আধিকারিক বিরুপাক্ষ মিত্র,বেলডাঙ্গা থানার ওসি তন্ময় ভকত।এদিন বেলডাঙার থানার সুজাপুর কুমারপুর,ভাবতা১, চৌতন্যপুর ১,চৌতন্যপুর ২ গ্রাম পঞ্চায়েতে এই রুট মার্চ হয়।প্রশাসনিক এই তৎপরতায় খুশি আম জনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584