নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কয়েক হাজার মানুষ যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের পরিবারের সদস্যরা এই মুহূর্তে চরম সংকটে পড়েছেন। আয়ের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা সমস্যায় রয়েছেন। আর তাই আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে থাকা শ্রমিক পরিবারের পাশে এসে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাদ বানু। শুক্রবার তিনি কোয়ারেন্টাইনে থাকা তিনহাজার তিনশ মানুষের বাড়িতে বাড়িতে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পৌঁছানোর কাজ শুরু করলেন।
আরও পড়ুনঃ বাজার লাগোয়া বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ল গাড়ি
মূলত ব্যক্তিগত উদ্যোগেই এই কাজে হাত দিয়েছেন তিনি। শুক্রবার মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল আলু, তেল, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী। ওই শ্রমিক পরিবারের সদস্যরা মিলে এই সংকটের মুহূর্তে অন্তত যাতে দশ দিন দুবেলা পেটপুরে খেতে পারে সেই ধরনের ব্যবস্থাই করা হয়েছে বলে জানান সহ সভাধিপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584