সুদীপ পাল,বর্ধমানঃ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়। সিসিইউ এ ভর্তি রয়েছেন তিনি।
জেলার সহ-সভাপতি দেবু টুডু বলেন,বেশি ওষুধ খেয়ে নেওয়ার ফলে এই সমস্যা হয়েছে।
তবে অনেকেই মনে করছেন কাটমানি সংক্রান্ত ইস্যুতে মানসিক চাপ সহ্য করতে না পেরেই বেশি ওষুধ খেয়েছেন তিনি।বেশ কয়েকটি ক্ষেত্রে টেন্ডার সংক্রান্ত দুর্নীতির পরিচয় পাওয়া গেছে।তাঁর নামে অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রী যে দপ্তর তৈরি করেছেন সেখানেও। চার শতাংশ ভাগ তিনি পেতেন বলেই অভিযোগ তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ কাটমানির ইস্যুতে পঞ্চায়েত ঘেরাও গ্রামবাসীর,পলাতক পঞ্চায়েত প্রধান
অসমর্থিত সূত্রের খবর বেশ কয়েকদিন থেকেই দেবুবাবুর সাথে শম্পাদেবীর দূরত্ব বাড়ছিল বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। টেন্ডার সংক্রান্ত দুর্নীতিতে দূরত্ব আরও বেড়ে যায়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাটমানি ফেরত দিতে হবে। তারপরেই চাপ না নিতে পেরেই ওষুধ বেশি খেয়ে ফেলেছেন বলে মত।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার উৎপল দাঁ জানিয়েছেন, স্নায়ু সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন তিনি। তবে বর্তমানে অবস্থা স্থিতিশীল। সভাধিপতিকে দেখতে হাসপাতালে যান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, অতিরিক্ত জেলা শাসক প্রবীর চট্টোপাধ্যায় সহ দলীয় নেতাকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584