রাজ্যের ১৮ টি জেলায় করোনা সংক্রমণ হয়েছে। রাজ্যে এ দিন নতুন সংক্রমণ ১২৪ জন, করোনায় মৃত্যু ১১৮ জনের এবং করোনা থাকাকালীন অন্য উপসর্গে মৃত্যু ৭২ জনের।
সব মিলিয়ে মোট আক্রান্ত ২০৬৩ জন, মোট সুস্থ ৪৯৯ জন এবং মোট মৃত্যু ১৯০ জনের।
জেলা অনুযায়ী আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে (করোনা + করোনা থাকাকালীন অন্য উপসর্গে= মোট মৃত্যু)
- কলকাতা ১০০৩ (৭৭ + ৫২= ১২৯)
- হাওড়া ৪৪০ (১৭ + ৫ = ২২)
- উত্তর ২৪ পরগনা ২৭৩ (১৯ + ৮ = ২৭)
- হুগলি ১২৫ (১ + ৩ = ৪)
- দক্ষিণ ২৪ পরগণা ৬৩ (১ + ০ = ১)
- পূর্ব মেদিনীপুর ৪৪ (০ + ১ = ১)
- পশ্চিম মেদিনীপুর ১৯ (০ + ০ = ০)
- পশ্চিম বর্ধমান ১৪ (০ + ২ = ২)
- মালদা ১৩ ( ০ + ০ = ০)
- নদিয়া ৯ (০ + ০ = ০)
- পূর্ব বর্ধমান ৮ ( ০ +০ = ০)
- দার্জিলিং ৭ (১ + ০ = ১)
- কালিম্পং ৭ (১ + ০= ১)
- বীরভূম ৭ ( ০ + ০ = ০)
- মুর্শিদাবাদ ৫ (০ + ১ = ১)
- জলপাইগুড়ি ৪ (০ + ০ = ০)
- উত্তর দিনাজপুর ৩ (০ + ০ = ০)
- ঝাড়গ্রাম ৩ (০ + ০ = ০)
- ভিন রাজ্যের বাসিন্দা ১৭ (১ + ০ = ১)
রাজ্যের ৫ টি জেলা: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও পর্যন্ত কোনও করোনা সংক্রমণ নেই।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584