পরিসংখ্যানে আজকে (১৬মে) পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক করোনা পরিস্থিতি

0
81

রাজ্যের ১৮ টি জেলায় করোনা সংক্রমণ হয়েছে। রাজ্যে এ দিন নতুন সংক্রমণ ১১৫ জন, করোনায় মৃত্যু ১৬০ জনের এবং করোনা থাকাকালীন অন্য উপসর্গে মৃত্যু ৭২ জনের। সুস্থ হয়েছে ৬৩ জন।

সব মিলিয়ে মোট আক্রান্ত ২৫৭৬ জন, মোট সুস্থ ৮৯২ জন এবং মোট মৃত্যু ২৩২ জনের।

জেলা অনুযায়ী আক্রান্ত আলাদা এবং মৃত্যু বন্ধনীতে (করোনা + করোনা থাকাকালীন অন্য উপসর্গে= মোট মৃত্যু)

  • কলকাতা ১২৬৫ (১০২ + ৫২= ১৫৪)
  • হাওড়া ৫৫৩ (২৭ + ৫ = ৩২)
  • উত্তর ২৪ পরগনা ৩৩৬ (২৪ + ৮ = ৩৩)
  • হুগলি ১৪৬ (১ + ৩ = ৪)
  • দক্ষিণ ২৪ পরগণা ৮৩ (৩ + ০ = ৩)
  • পূর্ব মেদিনীপুর ৫১ (০ + ১ = ১)
  • মালদা ২৫ ( ০ + ০ = ০)
  • পশ্চিম মেদিনীপুর ১৯ (০ + ০ = ০)
  • পশ্চিম বর্ধমান ১৭ (০ + ২ = ২)
  • নদিয়া ১২ (০ + ০ = ০)
  • পূর্ব বর্ধমান ১২ ( ০ +০ = ০)
  • দার্জিলিং ৭ (১ + ০ = ১)
  • কালিম্পং ৭ (১ + ০= ১)
  • বীরভূম ৭ ( ০ + ০ = ০)
  • মুর্শিদাবাদ ৫ (০ + ১ = ১)
  • উত্তর দিনাজপুর ৫ (০ + ০ = ০)
  • জলপাইগুড়ি ৪ (০ + ০ = ০)
  • ঝাড়গ্রাম ৩ (০ + ০ = ০)
  • ভিন রাজ্যের বাসিন্দা ১৯ (১ + ০ = ১)

রাজ্যের ৫ টি জেলা: আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও পর্যন্ত কোনও করোনা সংক্রমণ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here