ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনাভাইরাস শুধু বিশ্ব ত্রাস হয়ে ওঠেনি, প্রভাব ফেলেছে দাম্পত্যজীবনেও। করোনার ফলে বেড়েছে বিবাহ বিচ্ছেদের ঘটনা।
হ্যাঁ ঠিকই শুনেছেন। এ রকমই হয়েছে চিনে।চিনের উহান প্রদেশ এই ভাইরাসের উৎপত্তিস্থল। তারপর ধীরে ধীরে ছড়িয়েছে চিনের বাকি অংশে। বর্তমানে থাবা বসিয়েছে সারাবিশ্বেই। সংবাদমাধ্যম ডেইলি মেইল সূত্রে জানা গেছে যে বর্তমানে চিনে করোনার প্রকোপ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে একটি অদ্ভুত সমস্যা- বেড়েছে বিবাহবিচ্ছেদের ঘটনা।
Divorce rate spikes across China after 'couples spend too much time together during coronavirus home quarantine' https://t.co/40jPfLRn3u
— Daily Mail Online (@MailOnline) March 13, 2020
আসলে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে লোকজনের ভিড় এড়ানোরও পরামর্শ দেন চিকিৎসকেরা। বন্ধ করা হয় দেশের ভিড়ভাট্টাপূর্ণ স্থান সমূহ। ফলে সাবধানতা বশতঃ মানুষ গৃহবন্দী হয়ে যায়। সুযোগ হয় পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর। এতে অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত হয়েছে।
আসলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন বা দুইজন কর্মস্থলে থাকায় একে অপরের সঙ্গে সেরকম সময় কাটানোর সুযোগ হত না। কিন্তু করোনা আতঙ্কে একসঙ্গে দীর্ঘ সময় কাটানোর ফলে অতি ঘনিষ্ঠতা কাল ডেকে এনেছে। ছোটখাট ব্যাপারে তাদের মধ্যে বেধেছে ঝগড়া। সেই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করে বসেছে। সেই আবেদনের সংখ্যা নেহাতই কম নয়।
চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক প্রদেশের ডাজহু এলাকার এক ম্যারেজ রেজিস্ট্রারের ম্যানেজার লু শিজুন সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন যে গত ২৪ শে ফেব্রুয়ারি থেকে প্রায় ৩০০ দম্পতি বিবাহ বিচ্ছেদের আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন।সংবাদমাধ্যমে রিপোর্ট অনুযায়ী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলেও এরকম বহু আবেদন জমা পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584