তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
রায়গঞ্জ রমেন্দ্র পল্লী নবোদিত সংঘের দীপাবলি উৎসবের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করলেন রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস।তিনি তাঁর বক্তব্যে দীপাবলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপযোগিতা ও পৌরসভার নানাবিধ উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপৌরপতি অরিন্দম সরকার ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলার বরুণ বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো কয়েকজন পৌর কাউন্সিলার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুকণ্যা ভদ্র। স্বাগত ভাষণে ক্লাব সভাপতি স্বপন চক্রবর্ত্তী নবোদিত সংঘের কার্যক্রম ব্যাখ্যা করেন এবং আগামী কয়েকদিনের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন।এই অনুষ্ঠানে প্রথমে ক্লাবের সদস্য শ্রীযুক্ত গৌর কর্মকারের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।পৌরসভার সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে চারটি উচ্চ আলোক স্তম্ভের উদ্বোধন করেন এই অঞ্চলের বরিষ্ঠ নাগরিক মনোরঞ্জন দাস এবং বিশিষ্ট কবি অরুণ চক্রবর্ত্তী।উৎসব কমিটির সাংস্কৃতিক বিভাগের সম্পাদক কৌশিক রায় জানান, নবোদিত সংঘের দীপাবলি সাংস্কৃতিক মঞ্চে ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।তিনি জানান চার দিনের অনুষ্ঠানে থাকবে অংকন,আবৃত্তি,আরতি, উলুধ্বনি, শংখধ্বনি,কুইজ,রবীন্দ্র সংগীত ও নৃত্য,নজরুল গীতি, লোকনৃত্য ইত্যাদি। ১২ নভেম্বর বহিরাগত শিল্পী সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের কথা জানালেন তিনি।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিঠুন সাহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584