আইন নিজের হাতে তুলে থানায় মস্তানি জেলা শাসকের

0
178

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

dm
থানায় ধৃত অভিযুক্তকে মারধর জেলা শাসকের।নিজস্ব চিত্র

রবিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।এদিনই থানার ভেতর জেলাশাসক নিখিল নির্মল ও তার স্ত্রী নন্দীনী কৃষ্ণান ফালাকাটার যুবক বিনোদ কুমার সরকারকে মারধর করে।মারধরের সেই ছবি সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।আর তারপরেই জেলা শাসককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। রবিবারই ফালাকাটা থানার পুলিশ তাকে গ্রেফতার করে আই টি আইনের ৩৫৪ ও ৫০৯ ধারায় তাকে গ্রেফতার করা হয়।সোমবার আলিপুরদুয়ারের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক পুর্বা কুন্ডু উপযুক্ত নথিপত্রের অভাবে তাকে জামিন দিয়ে দেওয়া হয়।এদিন আদালত থেকে বেরিয়ে জেলা শাসকের বিরুদ্ধে পাল্টা মামলা করার হুমকি দিয়েছেন  বিনোদ কুমার সরকার। এদিন তিনি বলেন, “ আমাকে এভাবে থানায় মারধর করা হল।আমি বার বার ক্ষমা চাইছিলাম কিন্তু আমাকে ক্ষমা করা হয় নি।আমিও জেলা শাসকের বিরুদ্ধে পালটা মামলা করবো।”

জেলা শাসকের মস্তানির ভিডিও ক্লিপসঃ

ঘটনার পর থেকে জেলা শাসক ও তার স্ত্রীর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদে সরব হয়েছেন।আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা আশিষ দত্ত বলেন, “এই ঘটনা অত্যন্ত  নিন্দনীয়। একজন জেলা শাসক কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন।”
এই ঘটনার পরে জেলা শাসকের বিরুদ্ধে জেলা জুড়ে ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। ফালাকাটার দেওগাও গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরে জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে।এই গ্রামের ছেলে বিনোদ কুমার সরকারের বিরুদ্ধে জেলা শাসকের স্ত্রীর ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছিল।বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,“জেলা শাসককে এই জেলায় আর রাখা চলে না। আমরা এই জেলা থেকে জেলা শাসককে তাড়ানোর জন্য আন্দোলন শুরু করবো।”

 

Vinod Kumar's father
বিনোদ কুমার সরকারের পিতা।নিজস্ব চিত্র

ফালাকাটাতে জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে। গ্রেফতার যুবক বিনোদ কুমার সরকারের বাবা রাজমোহন সরকার সামান্য দিন মজুর। মা কল্পনা সরকার গৃহবধু।

Vinod Kumar's mother
বিনোদ কুমার সরকারের মা।নিজস্ব চিত্র

এদিন যুবকের মা কল্পনা সরকার বলেন, “ আমার ছেলেকে এভাবে মারল।সেই ছবি জনসমক্ষে চলে এসেছে।আমরা এই ঘটনার বিচার চাই ।”

আরও পড়ুনঃ দাড়িভিট স্কুল থেকে পোস্টার খুলতে গিয়ে বাধার মুখে পড়ল প্রশাসন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here