আজাহার হুসেন,কাশ্মীরঃ
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জেলা শাসক শওকত আইজাজ ভাট আজ করোনা রেড জোন হিসাবে চিহ্নিত বাটপোড়া গ্রাম পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন এডিসি, সিএমও সহ অন্যান্য অফিসারেরা।
সাম্প্রতিক একজন করোনা আক্রান্ত রোগীর খবর আসার পর এই বাটপোড়া গ্রামকে কোভিড১৯ রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আজ আরো এক করোনা রোগীর খবর পেয়ে এই অভিযান। সিএমও ফাইজাল কোচাক জানান যে জেলার রেড জোন গুলোতে ৯০ এর বেশি অত্যন্ত দ্রুততার সঙ্গে ‘অ্যাগ্রেসিভ টেস্টিং’ করা হচ্ছে যার মধ্যে বাটপোরা গ্রামও রয়েছে।
আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি হানায় নিহত সিআরপিএফ জওয়ানদের সম্মান প্রদান
অভিযানের সময় উপস্থিত অফিসারেরা জানান যে গোটা গ্রামটাকেই সিল করে দেওয়া হয়েছে। ডিএম গ্রামে পৌঁছে গ্রামবাসীদের আবেদন করেন বাড়িতে থাকার জন্য যাতে করে করোনা ভাইরাসের ইনফেকশনের চেইন ভাঙ্গা যায়। তিনি উপস্থিত অফিসারদেরকে নির্দেশ দেন গ্রামবাসীরা কার কার সঙ্গে সংস্পর্শে এসেছিলেন তা খুঁজে বের করতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584