শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের কোভিড পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে যেভাবে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা লড়াই করছেন, রাজ্যকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছেন, তাঁদের স্যালুট জানাতে আগামী ১ জুলাই বুধবার রাজ্য সরকারি দফতরে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ওই দিন চিকিৎসক দিবস এবং বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। মুখ্যমন্ত্রী বলেন, “চিকিৎসক সহ আমরা সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কারদের স্যালুট জানাতে চাই। তাঁদের অবদানকে সম্মান জানাতেই ওই দিন পূর্ণ দিবস রাজ্য সরকারি দফতর ছুটি থাকবে। আমরা কেন্দ্রকেও বলব ওই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক। সমস্ত রাজ্যগুলিকেও আমি অনুরোধ করব ফ্রন্টলাইন ওয়ার্কারদের সম্মান জানাতে ওই দিন সব রাজ্য ছুটি ঘোষণা করুক।”
Our health infra is fully prepared to tackle #COVID19, but we put equal emphasis on effective prevention from the virus too. Social distancing, safe practices & masks are the best ways to fight the pandemic. However, we feel, procuring masks may not be feasible for many. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 29, 2020
লাদাখের যুদ্ধে যেমন লড়ছেন ভারতীয় জওয়ানরা, তেমনই করোনা যুদ্ধে বিশ্বজুড়ে ঝাঁপিয়ে পড়তে হয়েছে চিকিৎসকদের। চিকিৎসা করতে গিয়ে তারা নিজেরাও করোনা আক্রান্ত হচ্ছেন, এমনকি অনেকে মারাও যাচ্ছেন।
আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে অধীর
চিকিৎসকদের সম্মান জানাতে ২২ মার্চ জনতা কার্ফুর বিকেলে ৫ টার সময়ে পাঁচ মিনিটের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে থালা বাজাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বায়ুসেনার বিমান থেকে পুষ্পবৃষ্টির কর্মসূচিও নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করে তাদের সম্মান জ্ঞাপন করল পশ্চিমবঙ্গ সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584