পিয়ালী দাস,বীরভূমঃ
মানসিক রোগে আক্রান্ত এক রোগীকে প্রেসক্রিপশনে অপচিকিৎসা করার পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য। সিউড়ি থানার কুখুডিহি গ্রামের বছর ১৮ একটি মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
গত জানুয়ারি মাসে মেয়েটিকে তার বাবা ও মা সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন।হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্যকে দেখান।সবকিছু ঠিকই চলছিল পরপর দুবার মেয়েটির শারীরিক ও মানসিক পরীক্ষা করে হাসপাতালে ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য্য।
তৃতীয়বার ডাক্তারের কাছে চিকিৎসার উন্নতির পরীক্ষা করাতে এলে আচমকাই ডাক্তার প্রেসক্রিপশন এর উপর ওষুধের নাম কেটে দিয়ে অপচিকিৎসার পরামর্শ দিয়ে দেন।
সরকারি ডাক্তারের এই নির্দেশিকার পর মেয়েটির বাবা গ্রামের আগুনের গুনিনের কাছে নিয়ে এগিয়ে মেয়ের চিকিৎসা করান এরপর এই মেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠে।
আরও পড়ুনঃ ছেলের চিকিৎসায় বিক্রি হয়ে গেছে বসত বাড়ির একাংশ, সাহায্য প্রত্যাশী পিতা
মেয়েটির বাবা এনামুল হক মির্ধা জানান, “আমার স্ত্রী মেয়েকে সুস্থ করার জন্য গুনিন এর কাছে নিয়ে গেছিল একথা সত্য কিন্তু আমরা পাশাপাশি সদর হাসপাতালে ডাক্তারের কাছেও মেয়ের চিকিৎসা করাছিলাম ডাক্তারবাবু গুণিনের কথা শোনার সাথে সাথেই প্রেসক্রিপশন এর ওপর অপচিকিৎসার কথা লিখে দেন।”
অভিযুক্ত ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য্য অবশ্য দাবি করেন, “দ্বিতীয়বার মেয়েটির বাবা-মা আমার কাছে এসে দাবি করেন ওঝার কাছে মেয়েকে দেখিয়ে মেয়ে সুস্থ হয়ে গেছে তাই অন্য ওষুধের প্রয়োজন নেই শুধু ঘুমের ওষুধ লিখে দেন তাহলেই হবে এ কথা শোনার পর আমি খানিকটা মেজাজ হারিয়ে ফেলে ওষুধের নাম গুলো কেটে দিই।
আর পাশে প্রমাণ রাখার জন্য লিখে দিই অপচিকিৎসা করিয়ে মেয়েটির সুস্থ হয়েছে,কোথাও অপচিকিৎসা করার পরামর্শ দেইনি।কখনোই আমরা কোন রোগীকে ওঝার কাছে চিকিৎসা করাবার পরামর্শ লিখিনা মেয়েটিকে সুস্থ করার জন্য দেড় মাস অন্তর শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য আমার কাছে নিয়ে আসার পরামর্শ দিয়েছিলাম।”
বীরভূম জেলার মুখ্য চিকিৎসক আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন ইতিমধ্যে অভিযুক্ত ডাক্তারকে শোকজ করা হয়েছে এবং তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে কেন অপচিকিৎসা শব্দটি প্রেসক্রিপশনে ব্যবহার করেছে পাশাপাশি ডাক্তারবাবুদের বলা হয়েছে রোগীদের ক্ষেত্রে আরও ধৈর্য ধরে চিকিৎসা করতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584