নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ
বিষধর সাপের কামড়ে আড়াই বছরের শিশু কে বিকল্প চিকিৎসার মাধ্যমে বাঁচালো বালুরঘাট জেলা হাসপাতাল।বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক সমীরণ পুরকাইতের সাহসী সিদ্ধান্তে প্রথাগত চিকিৎসার বাইরে গিয়ে বিকল্প পথে মৃত্যুর হাত থেকে ফিরে আসে আড়াই বছরের শিশু সাকিম সরকার।বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার মহাদেবপুরে।
জানা গিয়েছে,গত ১১ সেপ্টেম্বর রাতে বাড়ির লোকের অলক্ষ্যে সাপে কামড়ায়।শিশুটি অসুস্থ হয়ে পড়লেও বাড়ির লোক সাপে কামড়ের বিষয়টি বুঝতে পারে নি।সকালে হাসপাতালে নিয়ে আসলে বিষয়টি চিকিৎসক বুঝতে পারেন,কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। নার্ভবিষ এর ফলে শিশুর হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছে।শুধু মাত্র অ্যান্টি ভেনামে বাঁচানো যাবে না। লাইফ সাপোর্টের মাধ্যমে হৃদস্পন্দন চালিয়ে রাখাও প্রয়োজন।সেই পরিকাঠামো নেই জেলা হাসপাতালে।অথচ রেফার করলে পথেই মৃত্যু হতে পারে তার।
হাসপাতাল সুপার তপন বিশ্বাস জানান,এই অবস্থায় চিকিৎসক সমীরণ পুরকাইত সহ চিকিৎসকরা ম্যানুয়ালি পদ্ধতিতে কৃত্রিম ভাবে শ্বাসকার্য চালিয়ে শিশু টিকে অ্যান্টি ভেনাম দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এই সাহসী ও বিকল্প চিকিৎসাতেই মৃত্যু মুখ থেকে বেঁচে ওঠে ঐ আড়াই বছরের শিশু।
আরও পড়ুনঃ কিশলয় কাপ ফুটবল টুর্নামেন্ট
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584