শুভেন্দু হাওলাদার,পশ্চিম মেদিনীপুরঃ
গত ২৩ সেপ্টেম্বর ১৯ বছরের এক যুবক সৌরভ দিগার নামে সাপে কাটা অবস্থায় মরনাপন্ন ভাবে শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হয়।বিনা ভেন্টিলেশনে,বিনা আইসিইউতে কৃত্রিম উপায়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রুগি কে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক করে তোলে। ডাক্তারি ভাষায় যাকে বলে NEUROTOXIC SNAKE BITE c RESPIRATORY ARREST RESUSCITATED c MANUAL VNTILATION(Ambu)

আবার ভগবান হিসেবে ডঃ অভিষেক বেরা পেলেন বিনা মারিক ও তার পরিবার।আজ সকাল ৯ টার সময় অতি সঙ্কটজনক অবস্থায় ভর্তি হয়,গড়বেতার কেলামীর বাসিন্দা, ৬০ বছরের মহিলা বিনা মারিক।PSVT with HEMODYNAMIC COMPROMISE অবস্থাপন্ন রুগিটি কে কৃত্রিম ভাবে ভেন্টিলেশন আই সি ইউ তৈরি করে স্বশরীরে দাঁড়িয়ে থেকে অক্লান্ত পরিশ্রম করে সুস্থ করে তোলেন।
আরও পড়ুনঃ পরিচালনায় অসঙ্গতি, নার্সিংহোম বন্ধের নোটিশ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584