নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
যখন গোটা রাজ্যে লকডাউন জারি করা হয়েছে বর্তমান মহামারি ভাইরাস থেকে রাজ্যের মানুষকে রক্ষা করার লক্ষ্যে, ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নং অঞ্চলের তাতারপুর গ্রামের গ্রামীণ চিকিৎসক ডাঃ সৌমেন পণ্ডা এলাকার দুঃস্থ পরিবারের মানুষজনকে শারীরিক নানা অসুস্থতার চিকিৎসা করছে বিনামূল্যে।
আরও পড়ুনঃ নিজেদের হাত খরচের পয়সা বাঁচিয়ে দুঃস্থদের সাহায্য পড়ুয়াদের
জানা গেছে এই গ্রামের অধিকাংশ মানুষই দিন আনা দিন খাওয়া দরিদ্র সম্প্রদায়ের মানুষ। আর এই বর্তমান পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে ডাঃ সৌমেন পণ্ডা।
সৌমেন বাবু বলেন এলাকায় ৪০ থেকে ৪৫ টি পরিবার আছে যাদের আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে, তাদের কথা ভেবেই আমার এই প্রয়াস, তবে ডাক্তারবাবুর এই প্রয়াসকে দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার সমাজসেবী মানুষ থেকে শুরু করে ব্লক প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584