দাবি-দাওয়া নিয়ে করোনা আবহে প্রথমবার রাস্তায় নেমে বিক্ষোভ চিকিৎসকের

0
56

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বেশি লড়াই করেছেন তাঁরাই। কিন্তু তারপরেও নিজেরা করোনা আক্রান্ত হলে কিংবা মারা গেলেও তাদেরও নিজেদেরও কোনও সুরক্ষা নেই। সেই কারণে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য এবার রাস্তায় নামলেন শহরের একদল চিকিৎসক। শহরের রাস্তায় এই প্রথম চিকিৎসকদের বিক্ষোভ দেখলেন শহরবাসী।

Protesting | newsfront.co
আন্দোলন পথে চিকিৎসকরা। নিজস্ব চিত্র

তাদের দাবি, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে, তাদের ১০ থেকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে আক্রান্ত চিকিৎসাকর্মীদের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সরকারকে।

বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস, ডক্টরস ফর ডেমোক্রেসি এবং শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ -এই তিন সংগঠনের পক্ষ থেকে নীরব প্রতিবাদ অবস্থান করা হয় এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও সংলগ্ন এলাকায়।

আরও পড়ুনঃ করোনা যুদ্ধে আগামী এক মাস রাজ্যের ডাক্তার-নার্সদের থাকতে হবে হাসপাতালেই!

ডক্টরস ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট সুকান্ত ভট্টাচার্য বলেন, ‘শুধু করোনা চিকিৎসায় যুক্ত যারা সেই চিকিৎসক, নার্স বা কর্মী নন। যাঁরা নন-কোভিড চিকিৎসায় যুক্ত আছেন, তাঁরাও করোনা আক্রান্ত হলে ১ লক্ষ টাকা এবং তাঁদের মৃত্যু হলে ৫০ লক্ষ টাকা করে মৃত্যুকালীন ক্ষতিপূরণ দেওয়া হোক। পাশাপাশি এই সমস্ত কোভিড যোদ্ধাদের চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল ও পরিকাঠামো দিক সরকার।’

আরও পড়ুনঃ ধর্ষকের প্রকাশ্য এনকাউন্টারের পক্ষে সওয়াল লকেটের

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস সংগঠনের সম্পাদক মানস গুমটা বলেন, ‘সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকারি বা বেসরকারি হাসপাতাল কিংবা কোভিড বা নন-কোভিড যাই হোক না কেন, যেখানে যাঁরা মানুষের সেবায় যুক্ত আছেন আক্রান্ত হলে তাঁদের সকলের নিরাপত্তা এবং চিকিৎসার ব্যবস্থা করুক সরকার। এই ক্ষেত্রে বাছবিচার যেন না করা হয়। না হলে বড় আন্দোলনের দিকে আমরা হাঁটব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here