ফের শারীরিক অবস্থার অবনতি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আজ মহাষষ্ঠী, এই শুভক্ষণেই একরাশ দুশ্চিন্তা ভিড় করেছে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুরাগীদের মনে। মারণ ভাইরাস করোনাকে হারিয়ে চিকিৎসায় সাড়া দিলেও এখনও পুরোপুরি সুস্থ হননি সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার থেকে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। হাসপাতাল সূত্রে খবর, স্টেরয়েডের ডোজ কমানোর পরই সৌমিত্র চট্টোপাধ্যায়ের আচ্ছন্ন ভাব বেড়ে গিয়েছে।

actor soumitra chatterjee health | newsfront.co
ফাইল চিত্র

আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত গুরুং গ্রেফতার হল না কেন উঠছে প্রশ্ন

শুধু তাই নয়, প্রবীণ অভিনেতার মস্তিষ্কের চেতনাও নাকি কমে গিয়েছে। তাই এদিন ফের নতুন করে তাঁর জন্য গঠন করা হয় বিশেষ মেডিক্যাল বোর্ড। এই মেডিক্যাল বোর্ডে যোগ করা হয়েছে পাঁচ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে।
বিগত কয়েক দিন ধরেই উচ্চমাত্রার স্টেরয়েড দেওয়া হচ্ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

তাই খানিক সুস্থ হতেই অভিনেতার স্টেরয়েডের মাত্রা কমানো হয়েছিল। স্টেরয়েড ছাড়া মস্তিষ্ক কেমন কাজ করে, সেটাই দেখার অপেক্ষায় ছিলেন অরিন্দম কর পরিচালিত মেডিক্যাল টিম। কিন্তু সেখানেই ফের সমস্যার সূত্রপাত হয় ।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে সপ্তমী থেকে রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ায় চলতি মাসের গোড়ায় হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। দু’বার প্লাজমা থেরাপি করা হয় তাঁর। অক্সিজেনের মাত্রাগত তারতম্যের জেরে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্ট।

এরপর গত শুক্রবার সৌমিত্রবাবুর শারীরিক পরীক্ষার পর হাসপাতাল জানিয়েছিলেন, বর্ষীয়ান অভিনেতার সব রিপোর্ট সন্তোষজনক। ভাল আছেন তিনি। এরপর গত রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সৌমিত্র বাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে, স্টেরয়েডের মাত্রা কমানোর জন্য বুধবার থেকে ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here