মনিরুল হক, কোচবিহারঃ
দীর্ঘ ২ মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন। আর সেই লকডাউনের জেরে সাধারণ মানুষের রুটি রুজি বন্ধ হয়ে গিয়েছে। আর সেই কারণে অসহায় মানুষের কথা ভেবে শুধু রাজনৈতিক নেতা কর্মীরাই নন, সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরাও ত্রাণ নিয়ে নেমে পড়েছে। সেরকমই অসহায় মানুষের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ালেন দিনহাটার চিকিৎসক অজয় রায়।
শনিবার দিনহাটা পুরসভার ৯ নং ওয়ার্ডের যৌনপল্লীতে বসবাসকারী ১২০টি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, মুড়ি ও ডিম তুলে দেন চিকিৎসক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রতন সাহা, রনদীপ বোস, চয়ন চন্দ, দিনহাটা পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ সাহা, স্থানীয় নেতা রাজু রায় সহ আরও অনেকে।
এবিষয়ে ডঃ অজয় রায় বলেন, ‘করোনা মোকাবিলায় লকডাউনের ঘোষণা করেছে সরকার। তার জেরে গৃহবন্দীদের হয়েছে হতদরিদ্র, দিন-আনা,দিন-খাওয়া মানুষ অসহায় মানুষ। নিজেদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাই আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি।
আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে বাড়ি গিয়েই পড়ালেন গৌরাঙ্গ
দিনহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের যৌনপল্লীতে বসবাসকারী ১২০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করছি। আমরা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে যতটুকু পেরেছি তাদের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছি।’
তিনি আরও বলেন,’দিনহাটা বাসীর কাছে আমার আহ্বান, আপনারা নিজ নিজ এলাকায় সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য।
দেশের এই দুর্যোগের সময়ে আমরা যে যতটুক পারি অসহায়দের পাশে দাঁড়াবার চেষ্টা করি। নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন করি। ঘরে থাকুন। সুস্থ থাকুন। লকডাউন মেনে চলুন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584