পাঁশকুড়ায় কোভিড হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ

0
79

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে ব্যাপক ভাঙচুর ও চিকিৎসককে নিগ্রহের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ৷

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এই বিষয় নিয়ে বড়মা হাসপাতালের কর্ণধার আবজল আলী তার প্রতিক্রিয়ায় বলেছেন, “বিগত কয়েক মাস ধরে আমরা নিষ্ঠার সঙ্গে মানুষের পরিষেবায় লেগে রয়েছি। এই প্রতিষ্ঠানটি পূর্ব মেদিনীপুরে নজির সৃষ্টি করেছে । এখনও পর্যন্ত হাজারের ওপর করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমরা তাঁদের সেবা দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছি ৷ কিন্তু এই ভাবে যদি আক্রমণ আমাদের উপরে হয়, তাহলে আমরা কিভাবে চিকিৎসা চালাবো ? চিকিৎসক থেকে নার্স এবং রোগী সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ।”

আরও পড়ুনঃ সাগরপাড়ায় পুকুরে উল্টে গেল লরি

আচমকা বড়মা করোনা হাসপাতালে ভাঙচুরের ঘটনায় পাঁশকুড়া থানায় অভিযোগ জমা পড়েছে,সেই মোতাবেক হাসপাতাল ভাঙচুরের সাথে যুক্ত বেশ কয়েকজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে । বড়মা হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভাঙচুরকারীদের অভিযোগ বড়মা কোভিড হাসপাতাল সুস্থ পরিষেবা না দিয়ে খারাপ আচরণ করে রোগীদের সাথে, ঠিক মতো চিকিৎসা করে না ৷

আরও পড়ুনঃ দুর্ঘটনায় লাগাম দিতে নাকা চেকিং এগরায়

সেই কারণেই বিক্ষোভ দেখিয়ে একপ্রকার ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের সহযোগিতা থাকলে আমরা আরও ভালোভাবে চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যেতে পারবো। কারো কোনো প্রকার অসুবিধা হবে না। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here