নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নাগাল্যান্ডে নিষিদ্ধ কুকুরের মাংস। বন্ধ আমদানিও। কুকুরের মাংসের বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড। শুক্রবার একথা জানান সে রাজ্যে মুখ্যসচিব টেমজেন টয়।
তিনি বলেছেন, “রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে কুকুর মার্কেট, মাংসের ওপর। রান্না করা কিংবা কাঁচা যে কোনও ধরনের মাংস বিক্রি নিষেধ। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।”
আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা
এই টুইটে বিজেপি সাংসদ মানেকা গান্ধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে উল্লেখ করেছেন তিনি। জানা গিয়েছে, ডিমাপুর বাজারে কুকুরের মাংস বিক্রির একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সূত্রের খবর, সেই ছবি ঘিরে হইচই শুরু হতেই এই সিদ্ধান্ত নেয় নাগাল্যান্ড।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584