শ্যামল রায়,কালনাঃ
কালনা মহকুমার পূর্বস্থলী এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে ওঠার কাজ শুরু হল। বৃহস্পতিবার কিভবে আদর্শ গ্রাম গড়ে উঠবে সেই সম্পর্কে জানালেন পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দিলীপ মল্লিক।
তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুচিন্তিত মতামত যে পিছিয়ে পড়া বর্গের মানুষের উন্নতি ঘটাতে সেই সাথে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এলাকার উন্নয়ন ঘটাতে এই ধরনের একটি আদর্শ গ্রাম গড়ে উঠবে তার কাজ শুরু হল।একটি আদর্শ গ্রামের বর্ণনা দিতে গিয়ে দিলীপ মল্লিক জানিয়েছেন যে সেই গ্রামে ঢালাই রাস্তা তৈরি হবে সেই গ্রামে গড়ে উঠবে আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য শিশু আলয় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং জীবিকা নির্বাহ কিভাবে হবে তার সুপরিকল্পিত কর্মসংস্থানমুখী উন্নয়ন।
ইতিমধ্যে ওই গ্রামে দুটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে।মুক্তিধারা প্রকল্পের মধ্যে দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা পুকুর লিজ নিয়েছে। ওই পুকুরে মাছ চাষ হচ্ছে।মাছ বিক্রি করার পরে লভ্যাংশ পাবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
এর ফলে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন ওই সদস্যরা।ফলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন এরা।এছাড়াও মুক্তিধারা প্রকল্প হাঁস মুরগি পালনের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে এবং হাঁস মুরগি তুলে দেওয়া হবে।হাঁস-মুরগি পালনের মধ্যে দিয়ে আর্থিক ভাবে স্বাবলম্বী হবেন ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।সমাজের পিছিয়ে পড়া মানুষের বসবাস এই ব্লকের আদিবাসী অধ্যুষিত হরিপুর গ্রাম।
ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে সরকারের একাধিক বিভাগ থেকে আর্থিক সহযোগিতায় ব্লকের মধ্যে একটি আদিবাসী অধিষ্ঠিত গ্রামটিকে বেছে নেওয়া হয়েছে আদর্শ গ্রাম গড়ে তোলার জন্য।ইতিমধ্যে মুক্তিধারা প্রকল্পের মধ্যে দিয়ে সদস্যদের লিজ নেওয়া পুকুরে মাছ ছাড়া হয়েছে। এছাড়াও গ্রামে একটি জমি পাওয়া গিয়েছে ওই জমিতে গড়ে উঠবে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
ধাপে ধাপে এই গ্রামের যেমন উন্নতি ঘটবে তেমনি বসবাসকারী আদিবাসী গ্রামের বাসিন্দাদের ও আর্থিকভাবে উন্নতি ঘটাতে সমস্ত রকম সহযোগিতা করা হবে। একটি আদর্শ গ্রাম গড়ে ওঠার কাজ শুরু হতেই আদিবাসীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। তিনি আরো জানিয়েছেন যে সরকারের স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগ, মৎস্য দপ্তর আদিবাসী উন্নয়ন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও একশো দিনের প্রকল্পের আর্থিক সহযোগিতায় একটি আদর্শ গ্রাম গড়ে তোলার কাজ শুরু হয়েছে। হরিপুর গ্রামে আদিবাসী সম্প্রদায়ভুক্ত ৫০ টি পরিবার বসবাস করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584