সরকারি হাসপাতাল চত্বরেই করোনা রোগীর দেহ খুবলে খেল কুকুর

0
71

ওয়েব ডেস্ক, অন্ধ্রপ্রদেশঃ

করোনার কবলে গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এহেন সঙ্কটজনক পরিস্থিতিতে সরকারি হাসপাতালের মধ্যে করোনা রোগীর মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর! মর্মান্তিক এই দৃশ্য দেখা গেল অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের সরকারি হাসপাতালে।

covid dead body | newsfront.co
ছবিঃ চন্দ্রবাবু নাইডুর টুইটার থেকে স্ক্রিনশট

এই ঘটনায় রোগীর আত্মীয়রা সরকারি হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এনেছে। প্রশ্ন উঠছে, কী করে হাসপাতাল চত্বরে, খোলা জায়গায়, এইভাবে কোনো করোনা রোগীর মৃতদেহ ফেলে রাখতে পারে কর্তৃপক্ষ? গত সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটলেও গতকাল বুধবার থেকেই এ নিয়ে আলোড়ন শুরু হয়ে যায়।

জানা গিয়েছে, হাসপাতালের একটি শেডের নীচেই ওই মৃতদেহটিকে পড়ে থাকতে দেখা যায়। ওই হাসপাতালের এক নিরাপত্তা কর্মীই প্রথম তা দেখেন। সেসময় মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুরের দল।

আরও পড়ুনঃ কোন ‘শ্রেষ্ঠত্বের’ বিচারে পুরস্কৃত হচ্ছেন বিতর্কিত পুলিশ অফিসাররা? উঠছে প্রশ্ন

এরপর নিরাপত্তাকর্মী লাঠি হাতে কুকুরগুলিকে তাড়া করলে কুকুরগুলি চলে যায়। ততক্ষণে মৃতদেহটির কানের একাংশ ছিঁড়ে, মুখের একাধিক অংশ খুবলে নিয়েছে ওই কুকুরগুলি। ওই নিরাপত্তারক্ষীর মাধ্যমেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। বলে দাবি। পরে জানা যায়, ওই মৃতদেহটি একটি করোনা রোগীর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

আরও পড়ুনঃ দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে নতুন প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম কান্তা রাও। বাড়ি প্রকাশম জেলার বিত্রগুন্তা গ্রামে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত নেমেই এক চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। তদন্তকরীরা জানতে পারেন, কান্তা রাওকে ভর্তিই করা হয়নি ওই হাসপাতালে। জানা গিয়েছে, ৫ অগাস্ট তাঁকে হাসপাতালে ভর্তি জন্য আনা হলেও ভর্তি করা হয়নি। এরপর ১০ অগাস্ট মারা যান কান্তা রাও।

তবে কী বিনা চিকিৎসাতেই প্রাণ হারাতে হল তাঁকে? মৃত্যুর আগে ওই পাঁচদিন কী তিনি ওই শেডের নীচেই পড়েছিলেন? দানা বাঁধছে প্রচুর প্রশ্ন। অন্ধ্্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দল নেতা চন্দ্রবাবু নাইডু সোশ্যাল নেটওয়ার্কিং এই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। পাশাপাশি ওই পোষ্টে তিনি লিখেছেন, “মৃত্যুর পরও একজন মানুষ সম্মান পেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এর থেকে হৃদয় বিদারক আর কী হতে পারে!”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here