ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আগামী ৪ মে থেকে অন্তর্দেশীয় বেশ কিছু রুটে বিমান পরিষেবা চালু হবে বলে সরকারি বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। লকডাউন ঘোষণার পর থেকে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিমান পরিষেবাগুলি বন্ধ হয়েছে । এই ফলে দেশ জুড়ে বিভিন্ন স্থানে আটকে রয়েছে বহু দেশীয় ও বিদেশী যাত্রী। অনেকেই লকডাউনের পূর্বেই টিকিট কেটে রেখে ছিলেন।
তবে এয়ার ইন্ডিয়ার এই ঘোষণায় আপাতত কিছুটা স্বস্তি অনুভব করছেন আটকে থাকা বহু যাত্রী। উল্লেখ্য সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে আগামী ৩ মে অব্দি আন্তর্দেশীয় রুটে বিমান পরিষেবা বন্ধ থাকবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৩১ শে মে পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা।
National passenger carrier #AirIndia has opened bookings for flights which will be operated from May 4.
According to a senior AI official, the bookings are opened for select domestic destinations only. The national carrier had earlier halted bookings for flights till April 3. pic.twitter.com/IMi0uSdHXX
— IANS Tweets (@ians_india) April 18, 2020
আরও পড়ুনঃ ‘পিএম কেয়ার্স’-এ অনুদান ও ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোডের শর্তে জামিন মঞ্জুর
তবে ৩১ মে এরপরে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে কিনা সে বিষয়ে এখনই কিছু নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে পুরোটাই দেশের করোনা হাল-হকিকতের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। ঘরোয়া বিমান পরিষেবার ক্ষেত্রে যে নির্দিষ্ট রুট গুলোর টিকেট আগামী ৪ মে থেকে পাওয়া যাবে সেগুলির লিস্ট হয়তো পরে জানানো হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584