সোমবার থেকে ঘরোয়া উড়ান চালু, বুকিং শুরু আজ থেকে

0
101

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া

শেষ পর্যন্ত আগামী সোমবার (২৫শে মে)থেকে ঘরোয়া উড়ান শুরু হতে যাচ্ছে।এভিয়েশন মিনিস্টার হরদীপ সিং পুরি বুধবার টুইট করে এই সিদ্ধান্ত জানান। করোনা অতিমারির ফলে  দেশব্যাপী লকডাউনের জেরে প্রায় দীর্ঘ দু’মাস বন্ধ থাকার পর এই ঘরোয়া উড়ান শুরু হতে যাচ্ছে। বুকিং শুরু হবে আজ (বৃহস্পতিবার) থেকে। তবে ২২মার্চ থেকে বন্ধ হওয়া আন্তর্জাতিক উড়ান এখনও বন্ধ থাকবে। তবে লক্ষ্য থাকবে এয়ারপোর্ট গুলোতে সংস্পর্শ হীন প্রবেশ কিভাবে করানো যায় তার ওপর।

আরও পড়ুন:কলকাতা বিমানবন্দরে সংস্পর্শহীন চলাচলের ব্যবস্থা

অভিয়েশন মিনিস্ট্রি থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে বিমান ভাড়া আয়ত্তে রাখা যায় তার।যাত্রীদের বিমান ছাড়ার অন্তত ২ঘণ্টা আগে বিমান বন্দরে পৌঁছাতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে তাদের থার্মাল স্ক্রিনিং করা হবে। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here