নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রাজ্য সরকার মিশন নির্মল বাংলা প্রকল্প চালু করেছেন। এই কর্মসূচিতে এবার হাত লাগালেন ডোমকলের এসডিপিও ও পুরসভার চেয়ারম্যান।
ডোমকল মহকুমার প্রাণ কেন্দ্র ডোমকল। আর সেই ডোমকলের উপর দিয়েই শিয়াল মারি নদী বয়েগেছে ডোমকল ব্রিজের মোড় দিয়ে। সেই ব্রিজের নিচে আজ আবর্জনা পরিষ্কার করতে নামলেন এসডিপিও নিজে।
আরও পড়ুনঃ ‘চাড্ডা’-র সমালোচনায় মুখর বিমান, এত গাত্রদাহ কেন প্রতিক্রিয়া তৃণমূলের
আরও পড়ুনঃ আরও পড়ুনঃ সঙ্কটমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকতে দেখেন এসডিপিও, অনেক বার পুরসভাকে বলেছেন, সেই বলার জন্য আজ ডোমকল পুরসভার চেয়ারম্যান নিজেই এসডিপিও কে সঙ্গে নিয়ে নদীতে নৌকায় করে আবর্জনা পরিষ্কার করলেন।
এই উদ্যোগে ডোমকলবাসী খুব খুশি। এদিন পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম এসডিপিও -র কাজকে প্রশংসা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584