নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিগত ২৭ শে আগস্ট লকডাউনের দিনে ডোমকলের রমনা এলাকার এক দম্পতি তার ছোট্ট শিশুকে নিয়ে হাসপাতালে পথে রওনা দিয়েছিলেন চিকিৎসার জন্য ৷
সেই দিন ডোমকলের পুলিশ আধিকারিক রাতে ডিউটি করার সময় দেখতে পেয়ে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন ৷ছোট্ট শিশুটিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ব্যবস্থা ও করে দেন তিনি ৷
আজ শুক্রবার হঠাৎ করেই ছোট্ট শিশুটিকে দেখতে পুলিশ আধিকারিক তার বাড়িতে গিয়ে হাজির হন ৷ ছোট্ট শিশুর জন্য পুষ্টিকর খাবার ও নিয়ে গিয়ে তার পরিবারের হাতে তা তুলে দেন তিনি ৷
সেখান থেকে আবার ২২ বছরের এক প্রতিবন্ধী যুবকের খবর পেয়ে তার সঙ্গে দেখা করেও আর্থিক সহায়তা করেন ডোমকল মহকুমা থানার পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী মহাশয় ৷
আরও পড়ুনঃ চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপ উদ্ধার
এমনকি এই দুই পরিবারের সাথে আগামী দিনে দেখা করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি ৷ এই রকম আর ও কোন প্রতিবন্ধী মানুষের সন্ধান পেলে তাদের পাশে থাকার ও আশ্বাস দেন এই পুলিশ আধিকারিক মহাশয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584