পল্লব দাস,ডেস্ক নিউজঃ
সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়ের নাম করতে বললে ফুটবলে পেলে আর ক্রিকেটে ব্রাডম্যান এই নাম শোনা যায় এতে অত্যুক্তি নেই। রেকর্ড গড়ার মেশিন নামে ডেকেছেন সতীর্থ ক্রিকেটাররা।১৯২২ এ এক বিস্ময় বালক আত্মপ্রকাশ করছিল।আভাস পাচ্ছিল অস্ট্রেলিয়া,এরপর সারা বিশ্ব তাকে চিনতে পারলো খুব তাড়াতাড়ি।২৭ আগস্ট ১৯০৮ সালের নিউ সাউথ ওয়েলসের বাউড়ালে জন্ম হয় ডোনাল্ড জর্জ ব্রাডম্যানের।স্কুল জীবনেই ব্যাট হাতে নেমে ক্রিকেট নিয়ে তার শিল্প দেখান অনেক বার।
প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় মাত্র ১৯ বছর বয়সে।নিউ সাউথ ওয়েলস দলের হয়ে খেলতেন জর্জ আর বার বার প্রমান দিচ্ছিলেন তিনি সাধারণ নন।অবশেষ সুযোগ এলো জাতিও দলের হয়ে মাঠে নামার।সময়টা ১৯২৮-২৯ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে খুব কম সময়েই ফিরে যেতে হয় আশাহত হয়ে। সফল হননি তাই দ্বিতীয় টেস্টে বাদ পড়েন অস্ট্রেলিয়া দল থেকে। তবে তৃতীয় টেস্টে নেমে জাত চেনান,দুই ইনিংসে করেন ৭৯ ও ১১২ রান।একের পর এক পারর্ফমেন্সে বিশ্ব কে চেনান নিজের ব্যাটিং এর জাদু।২৩৪টি প্রথম-শ্রেণীর খেলায় ৯৫.১৪ গড়ে ২৮০৬৭ রান এবং ৫২ টেস্ট ম্যাচের ক্যারিয়ারে ৬৯৯৬ রান যার গড় ৯৯.৯৪ যা এক অনন্য নজির।টেস্টে শতরান সংখ্যা ২৯,প্রথম শ্রেণীর ক্রিকেট ১১৭ শতরান করেন ডন।প্রতি তিন সিরিজে একটি করে সেঞ্চুরি ছিল ডনের। অন্যান্য ব্যাটসম্যানরা যখন ৫০ রান করেই একটু বিরতির কথা ভাবতেন ,ডন ব্রাডম্যান ১৫০ রান হওয়ার আগে ব্যাট তুলতেন না।বডিলাইন অপকৌশল ছিল ডন কে ঘিরেই। ‘স্যার’ উপাধি দেওয়া হয় ডোনাল্ড ব্রাডম্যান কে।ডন ব্র্যাডম্যান যখন ক্যারিয়ারের মধ্যগগনে ২য় বিশ্বযুদ্ধর অস্থিরতা অনেক কিছুই মন্দীভূত করে দিয়েছিল,তা না হলে হয়তো আজ আরো অনেক রেকর্ডের অধিকারী থাকতেন এই কিংবদন্তি ক্রিকেটার। ডন জীবনে মাত্র একবার স্ট্যাম্প আউট আর একবার হিট উইকেট হন।স্যার ব্র্যাডম্যান সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার এটি তখনও সবাই জানত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ
Who’s who তে ব্রাডম্যান সম্বন্ধে ২১ লাইন লেখা হয়।তার তাৎপর্য ছিল অনেকটা।
আরও পড়ুন: কোলাঘাটের গোপালপুর ব্রতী সংঘের রাখী বন্ধন,ত্রাণ সংগ্রহ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584