নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রয়াত হলেন ইরাক যুদ্ধের মূল কারিগর তথা প্রাক্তন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে যে নিউ মেক্সিকোর টাউস শহরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। ‘নাইন ইলেভেন’এর পর তথাকথিত ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ’-এর অন্যতম নেতৃত্বে ছিলেন তিনি। ২০০৩ সালে ইরাকে হামলা চালায় আমেরিকা। অভিযোগ ছিল ইরাক গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেছে। দীর্ঘ যুদ্ধের শেষে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে উৎখাত করা হয়, প্রাণহানি ঘটে বহু মানুষের।
আরও পড়ুনঃ ‘ফেডারেল বিচারপতি’ পদে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত শালীনা ডি কুমার
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584