আমেরিকায় হামলা হলে ইরানকে ভুগতে হবে ফল, টুইটে হুমকি ট্রাম্পের

0
49

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

শুক্রবার বাগদাদের বিমানবন্দরে হামলা করার পরই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব টুইটার হ্যান্ডেলে ইরানে হামলা চালানোর আগাম পরোয়ানা জারি করেন। ট্রাম্প জানান, ইরান যদি কোনওভাবে কোনও মার্কিন বাসিন্দার ক্ষতি করে, অথবা আমেরিকায় হামলা চালাতে চায়, তাহলে আমেরিকাও ইরানের ৫২ টি অঞ্চলে বিক্ষিপ্তভাবে হামলা করবে।

শুক্রবার মার্কিন সেনা বিমান বাগদাদ বিমানবন্দরে বোমাবাজি করে ইরানের কুদ’স সেনা বাহিনীর জেনারল কমান্ডার কাসেম সোলেইমানি এবং মিলিশিয়া দলের নেতা আবু-মাহাদি আল মোহান্দিসকে হত্যা করে। এরপর থেকেই ইরানে সাধারণ জনগণের জেনারল কাসেম সোলেইমানির মৃত্যুর প্রতিবাদ মিছিল বের হয়। শনিবার ট্রাম্পের এই টুইটের পর থেকে মধ্য প্রাচ্যে গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প। চিত্র সৌজন্যঃ ইন্ডিয়া টুডে

শনিবার টুইটে ট্রাম্প বলেন, ইরান সোলেইমানির মৃত্যুর প্রতিশোধ হিসাবে আমেরিকার বেশ কয়েকটি জায়গায় যদি হামলা করার সাহস দেখায়, তাহলে পাল্টা ইরানকে এর ফল ভুগতে হবে। তিনি আরও বলেন, আমেরিকার প্রতি আর ‘হুমকি’ তিনি সহ্য করবেন না। ইরানের ৫২ টি এলাকায় আক্রমণ করার প্রতীকী হিসাবে ট্রাম্প তুলে ধরেন ১৯৭৯ সালের নভেম্বরের এক ঘটনা। ওই বছর নভেম্বর মাসে ৫২ জন মার্কিন বাসিন্দাকে তেহরানের একটি মার্কিন দূতাবাসে ৪৪৪ দিনের জন্য চুক্তিবদ্ধ বন্দী হিসাবে রাখা হয়েছিল। তারপর থেকেই আমেরিকা-ইরানে সম্পর্কে একটি চিরকালীন ক্ষত রয়ে যায়।

৫২টি অঞ্চলে আক্রমণ করা প্রসঙ্গে পেন্টাগন হোয়াইট হাউসকে প্রশ্ন করে। যদিও কোন ৫২টি অঞ্চলে হামলা করা হবে তা ট্রাম্প এখনও স্পষ্ট ভাবে কিছু জানাননি। ওদিকে হোয়াইট হাউসও এ বিষয়ে আর মন্তব্য করেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here