নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও ঘনিষ্ঠ বলে পরিচিত হোপ হিক্সের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপরই কোভিড পরীক্ষা হয় ট্রাম্প ও মেলানিয়ার।
সেই রিপোর্টেই জানা যায় সংক্রমিত ট্রাম্প ও তাঁর স্ত্রী। ছিলেন কোয়ারেন্টাইনে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে আজ হাসপাতালে ভর্তি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
— Donald J. Trump (@realDonaldTrump) October 2, 2020
প্রেসিডেন্ট নিজেই জানান যে, আগামী কিছু দিন তিনি ওয়াল্টার রিড হাসপাতালে থাকবেন। ট্রাম্প বলেছেন, তাঁর ব্যক্তিগত চিকিত্সকের সঙ্গে কথা হয়েছে। একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গেও তাঁর কথা হয়েছে। তাঁদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ গান্ধীজির জন্মদিনে টুইটারে টপ ট্রেন্ডে নাথুরাম
Going welI, I think! Thank you to all. LOVE!!!
— Donald J. Trump (@realDonaldTrump) October 3, 2020
ট্রাম্পের এই ঘোষণার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী কিছু দিন হাসপাতালের প্রেসিডেন্সিয়াল দফতর থেকে সাবধানতা বজায় রেখে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584