নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
হোয়াইট হাউজের বাইরে তখন ফুঁসছে বিক্ষোভকারীরা। এমন সময় খুঁজে পাওয়া গেল না মার্কিন প্রেসিডেন্টকে। তাহলে উনি গেলেন কোথায়? অবশেষে মাটির তলায় দেখা মিলল মার্কিনরাজের। সেকি? ডোনাল্ড ট্রাম্প শত্রুর ভয়ে শেষে কিনা হোয়াইট হাউজের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে লোকালেন! হ্যাঁ, ঠিক তাই। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এমনিতেই নাজেহাল আমেরিকা। সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে এই মার্কিন মুলুকেই।
এরপর আবার মরার উপর খাঁড়ার ঘা শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ দ্বন্দ্ব। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের নির্মমভাবে হত্যার ঘটনার জেরে গোটা আমেরিকা জুড়ে এখন চলছে প্রবল বিক্ষোভ ও আন্দোলন। সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে হোয়াইট হাউজেও।
আরও পড়ুনঃ গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লিতে পাকড়াও দুই পাক হাইকমিশন কর্মী
ওয়াশিংটন ডিসিতে শুক্রবার রাতে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভকারীরা উপস্থিত হওয়ার পর যখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষায় তাঁকে হোয়াইট হাউজের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়। এই সংবাদ জানিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস এক ব্যক্তি। জানা গেছে, ওই বাঙ্কার থেকে তাঁকে ওপরে তোলার পরেও নাকি বেশ আতঙ্কেই ছিলেন মার্কিন সর্বেসর্বা। প্রায় ঘণ্টাখানেক মাটির তলায় ঘাপটি মেরে থাকতে হয় ডোনাল্ড ট্রাম্পকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584