মার্কিন যুক্তরাষ্ট্রে কাঙ্খিত পুরুষের তালিকায় শীর্ষে ট্রাম্প, মহিলাদের তালিকায় মিশেল- সমীক্ষা রিপোর্ট

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘গ্যালাপ’ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সমীক্ষা চালায় ২০২০ সালের শেষে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ ও নারীকে? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এই সমীক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজ, যা থেকে জানা যাচ্ছে এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের ১৮ শতাংশই জানিয়েছেন, তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী।

donald trump | newsfront.co

আরও পড়ুনঃ রাজ্যপালের ভূমিকা সংবিধান বিরোধী- রাষ্ট্রপতিকে স্মারকলিপি তৃণমূলের

আর নারীদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাঁকে ভোট দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারীদের ১০ শতাংশ। নারীদের মধ্যে পরের স্থানেই রয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৬ শতাংশ তাঁকে সমর্থন জানিয়েছেন।

‘গ্যালাপ’ পরিচালিত এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের বিশ্বের যেকোনো প্রান্তের যেকোনো ব্যক্তিকে পছন্দ করার সুযোগ দেওয়া হয়েছিল। সমীক্ষায় উঠে আসে ডোনাল্ড ট্রাম্পের অনুরাগীর সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্য দিয়ে এ তালিকার শীর্ষ স্থানটি হারালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি গত ১২ বছর ধরেই শীর্ষ স্থানটিতে ছিলেন। গত বছর তালিকার শীর্ষ স্থানটি যৌথভাবে ছিল ওবামা ও ট্রাম্পের।

আরও পড়ুনঃ বিদেশ ভ্রমণের জন্য শুরু হতে পারে ভ্যাকসিন পাসপোর্ট

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গ্যালাপের সমীক্ষা অনুযায়ী অনুরাগীর সংখ্যা বিচারে এ তালিকার শীর্ষ ১০ পুরুষের মধ্যে রয়েছেন যথাক্রমে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি, পোপ ফ্রান্সিস, টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক, ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, এনবিএ তারকা লেবর্ন জেমস ও তিব্বতের ধর্মগুরু দালাই লামা।

নারীদের তালিকার শীর্ষে আছেন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ তালিকায় প্রথমবার স্থান পেলেন অ্যান্থনি ফাউসি ও জেমস ব্রোক।

আরও পড়ুনঃ হিংসার রাজনীতি-বিভাজন-ধর্মীয় ঘৃণার কেন্দ্র উত্তরপ্রদেশ, যোগীকে চিঠি শতাধিক আমলার

একইভাবে তালিকার শীর্ষ দশে থাকা নারীদের মধ্যে রয়েছেন যথাক্রমে- প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ্ উইনফ্রে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, মার্কিন প্রতিনিধি পরিষদের তরুণ সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও ব্রিটেনের রানি এলিজাবেথ (দ্বিতীয়), মার্কিন সুপ্রিম কোর্টে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

নিউইয়র্ক পোস্ট জানায়, ডোনাল্ড ট্রাম্প মূলত রিপাবলিকানদের ভোট পেয়েই এগিয়ে গেছেন এবং এই সমীক্ষায় অংশ নেওয়া রিপাবলিকানদের ৪৮ শতাংশই ভোট দিয়েছেন ট্রাম্পকে, বিশ্বের অন্য কোনো পুরুষ ব্যক্তিত্ব রিপাবলিকানদের ২ শতাংশের বেশি ভোট পাননি। এদিকে ডেমোক্র্যাটদের ৩২ শতাংশ ভোট দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। আগের বছর যার হার ছিল ৪১ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here