নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নির্বাচনে পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। তালিকায় নাম রয়েছে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত আন্দোলনের অন্যতম মুখ গ্রেটা থুনবার্গ এবং রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভলনিরও।
বিশ্বের সমস্ত দেশের সাংসদ ও নোবেল জয়ীরা শান্তি পুরস্কারের জন্য পছন্দের মানুষের নাম জমা দিতে পারেন। রবিবারই ছিল এবারের নাম জমা দেওয়ার শেষ দিন। অক্টোবর মাসে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে। নরওয়ের নোবেল কমিটিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ রাশিয়ায় নাভালনির মুক্তির দাবীতে অব্যাহত বিক্ষোভ, এখনও পর্যন্ত গ্রেফতার ৫ হাজার
সংবাদ সংস্থা রয়টার্স নরওয়ের আইনপ্রণেতাদের উপর সমীক্ষা চালিয়ে মনোনীত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতে নাম রয়েছে ট্রাম্প, থুনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ন্যাটো, ইউএন রিফিউজি এজেন্সি (ইউএনএইচসিআর) সহ আরও বেশ কিছু সংস্থা ও ব্যক্তির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584