নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে চড়াই-উৎরাই অনেকদিন ধরেই অনুপুঙ্খ ভাবে খেয়াল করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা নিজেই জানিয়ে তিনি গতকাল সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত একটি আলোচনাসভায় বলেন, আমেরিকা কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান কলহ নিরসনে সাহায্য করতে চায়। তবে তিনি পরিস্কার ভাবে এখনও কিছু জানাননি কীভাবে সাহায্য করার কথা তিনি বলেছেন।
ওই আলোচনাসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কথা প্রসঙ্গে ট্রাম্প বলেন, বাণিজ্য এবং সীমান্ত এই দুটোই খুব জটিল বিষয়, যার উত্তরে ইমরান পরোক্ষ ভাবে বুঝিয়ে দেন তাঁর অগ্রাধিকার সবসময়েই আফগানিস্তান। রয়টার্স সূত্রে জানা গেছে, এ দিন ট্রাম্প বলেন, বাণিজ্যকে সবসময় বেশি গুরুত্ব দেওয়া হবে। আমরা অনেকদিন ধরেই কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কে নজর রাখছি। যদি কোনও সাহায্য করার থাকে, আমরা নিশ্চয় করব।
আরও পড়ুনঃ কেন্দ্রের বিবৃতি না শুনে সিএএ-তে স্থগিতাদেশ নয়, জানাল সুপ্রিমকোর্ট
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকেই পারমাণবিক চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে কলহ লেগে আছে। কিছুদিন আগে ভারত অধিকৃত কাশ্মীরে সৈন্য পাঠিয়ে পাকিস্তানের উপর হামলাও করেছে ভারত। এখনও পর্যন্ত ভারত-পাকিস্তানকাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দু-তিনটি যুদ্ধ করেছে, অর্থাৎ এই অঞ্চলে যে কোনও রাজনৈতিক অবস্থানই যে বেশ ঝুঁকিপূর্ণ সেটা সকলেরই জানা। তাই দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যু একটি অতি সংবেদনশীল বিষয়, গোটা পৃথিবীরই তা জানা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দিন আরও জানান যে আমেরিকা এবং পাকিস্তান উভয়েই শান্তির পক্ষে। আফগানিস্তান দুই দেশের কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বরাবরই এই দেশটি পাকিস্তান ও আমেরিকার কাছে বিপদের নিশান হয়ে আছে। তালিবান এবং আফগানিস্তান সরকারের সাথে শলা-পরামর্শ করে এই বিষয়টিকে নিস্পত্তিতে আনাই পাকিস্তান এবং আমেরিকার লক্ষ্য।
আরও পড়ুনঃ হাইকোর্টে মিলল না অনুমতি, মাইক বাজানো থেকে বিরত উত্তরপ্রদেশের দুটি মসজিদ
সুইজারল্যান্ডের ডাভোসে হওয়া এ দিনের আলোচনাসভায় ইমরান ছাড়াও আরও দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এ দিন উপস্থিত ছিলেন। তাঁরা যথাক্রমে ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরসলা ভন ডের লেয়েন এবং ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584