নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘ফোর মোর ইয়ার্স’ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেনে ভারতীয়-আমেরিকান নাগরিকদের মন জয়ের চেষ্টা নরেন্দ্র মোদীর সাথে সুসম্পর্কের কমার্শিয়াল ভিডিওর মাধ্যমে। দুই মিলিয়ন ভারতীয়-আমেরিকান ভোটারের উদ্দেশ্যে ট্রাম্প ক্যাম্পেনে ১০৭ সেকেন্ডের একটি নতুন ভিডিও যোগ হল, নাম,’ ফোর মোর ইয়ার্স’।
ভারতীয়-আমেরিকানদের মধ্যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা প্রবল। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে দুই লক্ষ ভোটারকে প্রভাবিত করতে বানানো হলো ভিডিও ক্যাম্পেন।
America enjoys a great relationship with India and our campaign enjoys great support from Indian Americans! 👍🏻🇺🇸 pic.twitter.com/bkjh6HODev
— Kimberly Guilfoyle (@kimguilfoyle) August 22, 2020
১০৭ সেকেন্ডের এই ভিডিওতে গত ফেব্রুয়ারি মাসে ভারতে এসে আহমেদাবাদে ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতা করেন তার ক্লিপিংস রয়েছে, নরেন্দ্র মোদীর ‘হাউডি মোদী’ র ক্লিপিংস রয়েছে, সার্বিকভাবে দুই রাষ্ট্রপ্রধানের সুসম্পর্কের কথা তুলে ধরার প্রয়াস লক্ষ্যণীয়।
আরও পড়ুনঃ ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে নিলাম হল গান্ধিজি ব্যবহৃত চশমা
“আমেরিকার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে ভারতের সাথে, এবং এই ভিডিও সেই কারণে অভাবনীয় সমর্থন পেয়েছে ভারতীয় আমেরিকানদের কাছ থেকে।” টুইট করেন কিমবার্লি গিলফয়েল, ট্রাম্প ভিক্টরি ফাইন্যান্স কমিটির চেয়ারপার্সন।
আরও পড়ুনঃ দ্বিচারিতার অভিযোগ অস্বীকার করল ফেসবুক
ট্রাম্প পুত্র, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, নির্বাচনী প্রচারের দায়িত্বে আছেন এবং ভারতীয়-আমেরিকানদের সাথে তাঁর খুবই ঘনিষ্ঠ যোগাযোগ। তিনি টুইট করে জানিয়েছেন এই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে ভারতীয় আমেরিকানদের মধ্যে, প্রকাশিত হওয়ার প্রথম কয়েকঘন্টায় ভিডিওটির ভিউ ৬৬,০০০ এরও বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584