হুমকি দিয়ে পিছু হটলেন ট্রাম্প, স্বস্তির নিঃশ্বাস মার্কিন মুলুকে

0
104

ওয়েবডেস্কঃ

মার্কিন কংগ্রেসের দীর্ঘতম আধা অচলাবস্থা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

ছবি সৌজন্যে-https://twitter.com/Newsweek/status/1089119533024137216?s=19

মার্কিন প্রশাসনকে টানা ৩৫ দিন আধা নিষ্ক্রিয় করে রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই হচ্ছে দীর্ঘতম আধা অচলাবস্থা । গত ২২ শে ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হয় এই আধা অচল অবস্থার । এই দীর্ঘ সময় ধরে চলতে থাকা প্রশাসনিক নিষ্ক্রিয়তায় সমস্যায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সাধারণ মানুষ । বেতন না পেয়ে প্রায় পাঁচ সপ্তাহ ধরে ভোগান্তির মধ্যে ছিলেন ৮০০ এর বেশি ফেডারেল কর্মচারী। ট্রাম্পের কথায় ফেডারেল কর্মীরা “অভাবনীয় দেশ প্রেমিক “।

উল্লেখ্য ,মেক্সিকো সীমান্তে অবাধ অনুপ্রবেশ রুখতে শক্তিশালী প্রাচীর নির্মাণের জন্য মার্কিন কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার অর্থ বরাদ্দ করার দাবি তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প । কিন্তু মার্কিন কংগ্রেস ট্রাম্পের এই দাবিকে আমল না দেওয়ায় তিনি আধা নিষ্ক্রিয় করনের সিদ্ধান্ত নিয়েছিলেন ।

তবে শুক্রবার তার অবস্থান থেকে সরে যাওয়ার পর ট্রাম্প অবশ্য সাফ হুঁশিয়ারি দিয়েছেন তিনি অল্প সময়ের জন্য সরকার চালু করতে একটি বিল স্বাক্ষর করবেন। তিনি আশাবাদী পরের ২১ দিনের মধ্যে ডেমোক্রেট ও রিপাবলিকানরা বিশ্বাসের সাথে কাজ করবেন । তবে তাঁর দাবি মত ন্যায্য চুক্তি যদি  না করা হয় , তাহলে ফের ১৫ ফেব্রুয়ারি সরকারকে নিষ্ক্রিয় করে দেবেন তিনি । আর তাতেও যদি না হয় তাহলে জরুরি অবস্থা মোকাবিলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ও সংবিধান প্রদত্ত্ব ক্ষমতাগুলি তিনি ব্যবহার করবেন।

দীর্ঘ অচলাবস্থার পরে ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভ । ডেমোক্র্যাটিক পার্টির সেনেটর চাক স্কুমার বলেন, “ট্রাম্প তাঁর ভুল বুঝতে পেরেছেন।”

এদিন ওয়াশিংটন হোয়াইট হাউসে এক দ্বিপাক্ষিক বৈঠকের পরে ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here