নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বাগদাদের বিমানবন্দরে মার্কিন সেনা বিমান হামলা চালিয়ে ইরানের কুদ’স বাহিনীর জেনারল কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করে।
এই হত্যার পিছনে যুক্তি হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমেরিকা যুক্তরাষ্ট্র যা করেছে তা অনেক আগেই করা উচিত ছিল। প্রচুর প্রাণ বাঁচানো যেত। সম্প্রতি সোলেইমানি ইরানে প্রতিবাদকারীদের উপর বর্বর নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন, সরকার কর্তৃক সেখানে এক হাজারেরও বেশি নিরীহ মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়েছিল।”
আরও পড়ুনঃ শ্রীনগরে ফের গ্রেনেড হামলা
জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মার-এ-লেগোতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “রকেট হামলায় একজন আমেরিকানের মৃত্যু এবং চারজন আমেরিকানের গুরুতরভাবে আহত হওয়া-সহ ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুর উপর সাম্প্রতিক হামলা, বাগদাদে আমাদের দূতাবাসে সহিংস হামলাও সোলেইমানির নির্দেশেই করা হয়েছিল।”
আরও পড়ুনঃ বাগদাদে শিয়া সেনা শিবিরে আবার বোমাবাজি, নিহত ৬
শুক্রবার সোলেইমানির হত্যার পর ট্রাম্প বলেন, “সোলেইমানি নিরপরাধ মানুষদের মৃত্যুকে তার অসুস্থ কামনায় পরিণত করেছিলেন, নয়াদিল্লি এবং লন্ডন পর্যন্ত সন্ত্রাসবাদী চক্রান্তে তার অবদান ছিল।
আজ আমরা সোলেইমানির বহু অত্যাচারের শিকারদের কথা স্মরণ করছি এবং এটা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে তাঁর সন্ত্রাসের রাজত্ব শেষ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584