সোমবার লঞ্চ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প-এর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ক্রমাগত বিদ্বেষ আর হিংসা ছড়ানোর অভিযোগে সমস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নির্বাসিত হয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক চেষ্টা করেও আর টুইটার বা ফেসবুকে আর ফিরতে পারেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাতে কি! এবার নিজেই নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারই লঞ্চ হবে ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম মঞ্চ নাম ‘ট্রুথ সোশ্যাল’।

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প

চলতি মাসেই দিন কয়েক আগে প্রাক্তন প্রেসিডেন্টের বড় ছেলে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্পের একটি ঘোষণা দেখা যায়। তাতে লেখা ছিল, ”ব্রেকিং: এটাই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পোস্ট।” ট্রাম্পের ঘোষণা, ”তৈরি থাকুন। আপনাদের প্রিয় প্রেসিডেন্টের সঙ্গে শীঘ্র সাক্ষাৎ হবে।”

এরপর থেকেই ‘ট্রুথ সোশ্যাল’ ঘিরে জল্পনার শুরু। অবশেষে জানা গিয়েছে সোমবার লঞ্চ করতে চলেছে ‘ট্রুথ সোশ্যাল’।

আরও পড়ুনঃ করোনা টিকা বাধ্যতামূলক করা যাবে না, বিক্ষোভ থামাতে মরিয়া কানাডা পুলিশ, গ্রেপ্তার ১৭০ জন

গত বছরের অক্টোবর মাসে ডোনাল্ড ট্রাম্প এই নতুন প্ল্যাটফর্ম-এর কথা ঘোষণা করেন। তাঁর দাবি ছিল “নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে টেক জায়ান্টদের একছত্র অধিকারকে চ্যালেঞ্জ জানাতে। এই প্ল্যাটফর্ম হবে নিরপেক্ষ। সকলে নিজেদের মতামত জানাতে পারবেন।” জানা গিয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here