নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে আসার কথা। মার্কিন সেনা ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা আনঅফিসিয়ালি সে কথা জানিয়েছেন ভারতকে।
গত বছরে প্রজাতন্ত্র দিবসের দিন ট্রাম্পের ভারত সফরের কথা ছিল কিন্তু সেই সফর আগেই বাতিল হয়েছিল। এবার ট্রাম্পের আগমন অনেকটাই নিশ্চিত। যদিও আনুষ্ঠানিকভাবে এর নোটিশ জারি এখনও হয়নি।
‘দ্য হিন্দু’ গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ জানুয়ারি মোদি ও ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়।ট্রাম্পের ভারত সফর নিয়ে। ঠিক হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই ট্রাম্প ভারতে আসবেন। ভারতের মার্কিন দূতাবাসের সচিব হর্ষ সিঙ্গলা দিল্লি ফেরার পথে ট্রাম্পের সাথে দেখা করে এসেছেন।
আরও পড়ুনঃ সিএএ বিক্ষোভকালীন পরিস্থিতিতে একতাই বল, মনে করেন অমর্ত্য
জানা গেছে, নভেম্বর, ২০১৮ থেকে অসম্পূর্ণ ভাবে পড়ে থাকা একটি বাণিজ্যিক চুক্তির কারণেই ট্রাম্পের ভারত আগমন। এর আগে ২০১৯ এর জুন মাসে ভারতের রপ্তানি সংক্রান্ত জিএসপি স্টেটাস সংক্রান্ত আলোচনাতেও উপস্থিত থাকতে পারেননি ট্রাম্প।
এবার ট্রাম্পের ভারত সফরে সেই বিষয়গুলিই আলোচনায় পেশ করা হবে এবং পাশাপাশি আমেরিকায় তেল সংক্রান্ত ব্যবসা প্রসারের জন্য মোদির সাথে ট্রাম্পের এই বৈঠক বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584