অঙ্গদানের সচেতনতা মিছিলে হাঁটলেন দাতার পিতা-মাতা

0
46

সুদীপ পাল,বর্ধমান

মেয়ে মধুস্মিতার অঙ্গদান করেছিলেন বাবা দিলীপ বায়েন ও মা অর্চনা বায়েন। মেয়ের মৃত্যুর পর কেটে গেছে এক মাসেরও বেশি সময়।১৭২ কিলোমিটার পথ পেরিয়ে দুর্গাপুর থেকে সেই অঙ্গ নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়। তারপর সফল প্রতিস্থাপন এর মধ্য দিয়ে মধুস্মিতা বেঁচে আছেন তাদের মধ্যে। মধুস্মিতা বাবা-মাকে এবার দেখা গেল একেবারে অন্য ভূমিকায়।সেদিন তাঁদের কাছে মেয়ের অঙ্গদান করা কঠিন সিদ্ধান্ত হলেও,পরে বিষয়টি বুঝে যাতে,আরো বেশি মানুষ এগিয়ে আসেন সে জন্য তাঁরা মিছিলে হাঁটলেন।একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা মিছিলের আয়োজন করেছিল। তাদের আয়োজনে এই দম্পতিকে সেখানে হাঁটতে দেখা গেল। বাঁকুড়ার মেজিয়া পাওয়ার প্লান্টে সিআইএসএফে কর্মরত মধুস্মিতার বাবা দিলীপ বায়েন বলেন, ‘আমাদের সেদিনের সিদ্ধান্ত খুব কঠিন ছিল।কিন্তু মিশন হাসপাতালের চিকিৎসক ও আমার সহকর্মীদের জন্যই সেদিন সেই কঠিন সিদ্ধান্ত আমি ও আমার স্ত্রী নিতে পেরেছিলাম। আমি চাই আমাদের মতো সকলেই অঙ্গদানের অঙ্গীকার করুন।’

আরও পড়ুন: দাবী আদয়ে ঐক্যবদ্ধ হরিজন সংগঠন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here