নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নিজেদের ধর্ম সংস্কৃতি রক্ষার দাবিতে এবার পথে নামল ডুয়ার্সের আদিবাসী সমাজ। এ লড়াই নিজ ধর্মপালনের অধিকারের লড়াই, এ লড়াই নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখার লড়াই। সারনা ধর্মকোডের আইনি স্বীকৃতি’র দাবিতে পুরো ডুয়ার্স জুড়ে পথে নামে আদিবাসী যুবক যুবতীরা।
রবিবার ২২ নভেম্বর আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগান থেকে শুরু করে সমগ্র ডুয়ার্স জুড়ে পদযাত্রা সংগঠিত করে শেষ হবে আগামী ২৯ নভেম্বর জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি চা-বাগানে। ঝাড়খন্ড বিধানসভা যেভাবে বিশেষ অধিবেশন ডেকে সারনা ধর্ম কোড স্বীকৃতির জন্য প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছে, অনুরূপভাবে যাতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠায়।
আরও পড়ুনঃ লাল ছেড়ে গেরুয়াতে আস্থা হলদিয়ার ২২ বাম নেতা-কর্মীর
সেই দাবিতে ডুয়ার্স জুড়ে পথে নামল আদিবাসী সম্প্রদায়। তাদের দাবি,তারা প্রকৃতির পূজারি,তারা গাছ পাখি ইত্যাদির পুজো করেন তাই তাদের ধর্ম সারনা। তাদের এই ধর্মের আইনি স্বীকৃতি সরকারকে দিতে হবে। তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে এই পদযাত্রা -এর মাধ্যমে বার্তা দিতে পথে নেমেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে দুধের সরে মনীষীদের ছবি এঁকে রেকর্ড জাহ্নবীর
এদিন সকালে রায়ডাক চা-বাগানের মাঠে একত্রিত হয় সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, সেখানে এই পদযাত্রা বিষয়ে বক্তব্য রাখেন আদিবাসী নেতারা। পরবর্তীতে সারনা মাতাকে সম্মান করে শুরু হয় তাদের এই পদযাত্রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584